ইসরায়েল থেকে মুক্তি পেল ১৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

দেশটির কারা পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের বিভিন্ন কারাগার থেকে মোট এক হাজার ৯৬৮ জন সন্ত্রাসীকে ওফার ও কৎজিওত কারাগারে স্থানান্তর করা হয়েছিল।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ওইসব বন্দিদের ওফার কারাগার থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এবং কৎজিওত কারাগার থেকে কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়েছে।’

হামাস এই ব্যাপক মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ‘ঐতিহাসিক জাতীয় মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।

এই এক হাজার ৯৬৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায়, যা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে কার্যকর হয়।

আরও পড়ুন:  ‘শিক্ষার জন্য ৭ দিন হলেও কারাগারে থাকা উচিত’, বললেন পলক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *