কিশোর, তোমার শঙ্কার শেষ নেই
পায়ে পায়ে থাকে কাঁটার আমন্ত্রণ
কত না কুয়াশা পথ রোখে অকারণ ;
জন্মেই দেখো জ্বলছে ভবিষ্যৎ
মুক্তির নেই এতটুকু হাতছানি
সামনে তোমার যুদ্ধ জয়ের পথ।
পথ রুখে আছে বৈষম্যের দানো
রূপ দেখো তার লেলিহান জিহ্বার
গিলে খাবে মেধা-শ্রমের অহঙ্কার!
সাথে ক্ষুদিরাম মতিউর হাসিমুখে
দীপ্ত মশাল তুলে দেবে শোনো হাতে
প্রগাঢ় সাহসে পা বাড়াও সম্মুখে।
কিশোর, তোমার দিনপঞ্জির পাতা
ভরে উঠে আজ বিদ্রোহ-জয়গানে
তোমার পৃথিবী আনুক নতুন মানে
মহাকাল লিখে তোমার বিজয় গাথা।







