যুক্তরাষ্ট্রে নির্বিচার গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নির্বিচার গুলির এক ঘটনায় চারজন নিহত  হয়েছেন। এ ঘটনায় ও আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থান সঙ্কটজনক।

তিনি জানান, আহতদের মধ্যে চারজনকে সঙ্কটজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন কেউ গ্রেফতার হয়নি।

অন্য দিনগুলোর তুলনায় শুক্রবার লেল্যান্ডে লোকজনের আনাগোনা ও একটু বেশি ব্যস্ততা ছিল। যুক্তরাষ্ট্রের স্কুল বা কলেজের সাবেক ছাত্রদের স্বাগত জানানোর ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘হোমকামিং’ এর দিন ছিল এটি। দিনটি উপলক্ষ্যে স্থানীয় এক হাইস্কুল ফুটবল খেলার আয়োজন করেছিল।

আরও পড়ুন:  বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা

এই ফুটবল খেলা শেষ হওয়ার পর গুলির ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *