ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে। এর মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা গেছে। ১. আমিন সওদাগর পুরাতন বাড়ি- সারিকাইত ২ নং ওয়ার্ড (বর্তমান মগধরা)। ২. রকি পিতা- ইব্রাহিম মিস্ত্রি (সারিকাইত ২ নং ওয়ার্ড শেখ ফাজিলের বাড়ি) ৩.আরজু পিতা- শহিদুল্লাহ ( সারিকাইত ৪ নং ওয়ার্ড)। ৪.বাবলু (সারিকাইত ২ নং ওয়ার্ড) ৫. সাহাবুদ্দিন (সারিকাইত ২ নং ওয়ার্ড) ৬.মোহাম্মদ রনি (পৌরসভা ৩নং ওয়ার্ড,পিতা: আবুল হাসেব, লেমুহোসেন গো বাড়ি)।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহতের খবর তিনি শুনেছেন। তারা সবাই উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জেনেছেন। তবে এখনও নিহতদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করেননি।
ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর ওমানেই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। প্রবাসে এমন দুর্ঘটনার খবরে সন্দ্বীপে শোকের মাধ্যম চলছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের স্বজনেরা ও শুভাকাঙ্ক্ষীরা শোক ও সমবেদনা জানিয়েছে।







