এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

তিনি বলেন, এটি অচিরেই বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান শিক্ষা উপদেষ্টা। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য- শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।

এনটিআরসিএ’র মাধ্যমে বর্তমানে পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং কর্মচারী নিয়োগ দিয়ে আসেছে। এতে দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:  ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময়সূচি প্রকাশ

অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারী পদে নিয়োগও এনটিআরসিএর মাধ্যমে নেওয়ার পরিকল্পনা কথা অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল। এখন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে এত দিন ধরে চলা নিয়মও পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে এ নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা থাকছে না। জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগে পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এ কমিটিতে পরিচালনা পর্ষদের কেউ থাকতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *