ইয়ুথ গ্রুপের সাবেক এমডি ফিরোজ আলম-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ইয়ুথ গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সন্দ্বীপের কৃতিসন্তান ফিরোজ আলমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের ৫ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এই উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শিল্পোদ্যোক্তা ফিরোজ আলম অনেক শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক ছিলেন। শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড,  কমফিট কম্পোজিট নিট, পেট্রোমেক্স রিফাইনারি, পেট্রোমেক্স এলপিজি, পেট্রোমেক্স সিলিন্ডারস, আইএফআইএল, মিডল্যান্ড পাওয়ার, মিডল্যান্ড ইস্ট পাওয়ার ইস্টার্ন ইউনিভার্সিটি,অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলসহ অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।

সন্দ্বীপের দরিদ্র মানুষের চিকিৎসার জন্য তিনি সেখানে অত্যাধুনিক স্বর্ণদ্বীপ হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে তিনি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও সমাজসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন।

উল্লেখ্য, ফিরোজ আলম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আশির দশক থেকে তৈরি পোশাক শিল্পের ব্যবসা শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *