নিলাম প্রক্রিয়ায় বাজার থেকে একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গড়ে ১২১ টাকা ৭৫ পয়সা দরে ২৬টি ব্যাংক থেকে এই ডলার কেনা হয়। এ নিয়ে চলতি বছর বিভিন্ন ব্যাংক থেকে ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক। ডলার কেনায় একদিকে বাজারে তারল্য বাড়ছে। আরেকদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, অর্থপাচার কমে যাওয়ায় রেমিট্যান্সে উচ্চ প্রবাহ এবং রপ্তানি আয় বেশি আসছে। এতে আগের সব বকেয়া পরিশোধের পরও রিজার্ভ বাড়ছে। আজ গ্রস রিজার্ভ উঠেছে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে ঠেকেছে। বিগত সরকারের সময়ে ধারাবাহিকভাবে রিজার্ভ কমে যা ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। ২০২১ সালের আগস্টে রিজার্ভ ছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স ও রপ্তানিতে উচ্চ প্রবাহের কারণে ব্যাংকগুলোর কাছে প্রচুর উদ্বৃত্ত ডলার জমা হচ্ছে। এতে করে ১২২টাকায় ওঠা ডলারের দর দ্রুত কমছিল। গত জুলাইতে প্রতি ডলারে ৩টাকা ৪৫ পয়সা কমে আন্তঃব্যাংকে ১১৯ টাকা ৫০ পয়সায় নেমে যায়। ডলারের এই অস্বাভাবিক পতন হলে রপ্তানি ও রেমিট্যান্স কমার শঙ্কায় বাজার থেকে ডলার কিনতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক সময়ে নিলামের মাধ্যমে প্রথম গত ১৩ জুলাই ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়।







