শেখ হাসিনার পক্ষে লড়তে জেড আই খান পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

জুলাই গণহত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।

মঙ্গলবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের এই আইনজীবী ট্রাইব্যুনালে আবেদন করেন।

আইনজীবী জেড আই খান পান্নার আবেদন আমলে নেননি আদালত। ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

ট্রাইব্যুনাল আরও জানান, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।

জেড আই পান্নার আবেদনটি আদালতে জমা দেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। দুপুর ১২টায় জুলাই গণহত্যার দুটি মামলার সাক্ষ্য গ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন এই আইনজীবী। জবাবে আদলত জানান, ইতোমধ্যে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ হয়েছে এখন বিষয়টি অপ্রাসঙ্গিক।

আরও পড়ুন:  টিসিবির জন্য ২৮৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *