খসড়া ভোটার তালিকা প্রকাশ রোববার

নির্বাচন কমিশন (ইসি) রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। সেসঙ্গে ইসির প্রকাশিত এই তালিকায় কারও তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন।

গত সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা জানানো হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আগামী ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত এমন নিবন্ধিত ভোটারদের নাম থাকবে, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার আগে। একইসঙ্গে, মৃত ভোটারদের কর্তনের জন্য একটি তালিকাও প্রকাশ করা হবে।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

আরও পড়ুন:  রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত

জানা গেছে, এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদেরই তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে রোববার।

দাখিলকৃত দরখাস্তগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *