যুক্তরাষ্ট্রে চলতি বছর বাংলাদেশি শিক্ষার্থী গেছেন রেকর্ডসংখ্যক

রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে গেছেন। এ সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন। গত বছরের তুলনায় তা ২৮% এরও বেশি। ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের ওপেন ডোরস প্রতিবেদনের বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আজ মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থানে আছে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার। আগের বছরের তুলনায় বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ৫০% বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন।

সংখ্যার হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট পর্যায়ে অধ্যায়নরত বিদেশিদের মধ্যে সপ্তম শীর্ষ স্থানে আছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০০%-এর বেশি বেড়েছে।

আরও পড়ুন:  তিতাসে ১৪০ পদে বড় নিয়োগ, বেতন ৯ম ও ১০ম গ্রেডে

২০১১-১২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র তিন হাজার ৩১৪ জন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ক্রমবর্ধমান হারে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিতে দেখে আমরা আনন্দিত।

যুক্তরাষ্ট্রে ক্যাম্পাস জীবনে নিত্য নতুন গবেষণা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের চমকপ্রদ অর্জন অব্যাহত রেখেছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ১০ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন। তাদের মধ্যে ৫৩ শতাংশই গেছেন চীন ও ভারত থেকে। চীন থেকে গেছেন ২ লাখ ৮৯ হাজার ৫২৬ জন, আর ভারত থেকে ২ লাখ ৬৮ হাজার ৯২৩ জন। চীন থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ভারত থেকে শিক্ষার্থী যাওয়ার ৩৫% বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *