রাবিপ্রবিয়ানদের উপরে স্থানীয় ব্যবসায়ীদের হামলা, আহত অন্তত ৮

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের উপরে স্থানীয় দোকানদারের হামলায় আহত হয়েছে অন্তত ৮ জন। আজ রাত আনুমানিক ১০ টার দিকে তবলছড়ির রাকিব নামক৷ এক দোকানদারের সাথে রাবিপ্রবির তৌহিদ নামক এক শিক্ষার্থীর বাইকের সাথে স্থানীয় দোকানদারের ধাক্কা লাগে।

ধাক্কার জেরে পরবর্তীতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় দোকানদার ঐ শিক্ষার্থীর বাইকের চাবি নিয়ে যায়। সেখান থেকেই ঘটনার নতুন মোড় নেয়।

এর পরে জেলা ছাত্রদলের মধ্যস্থতায় ঐ সময়ে সাময়িক সমাধান হলেও ঘটনার উত্তেজনা পৌঁছে যায় সিনিয়রদের মাঝে। পরবর্তীতে সিনিয়রদের সাথে নিয়ে আবারো সেই ঘটনার স্থায়ী সমাধান করতে গেলে আশেপাশের সকল দোকান মালিক,কর্মচারীরা মিলে  দলবদ্ধ ভাবে রাবিপ্রবিয়ানদের মারধর করে। খবর পেয়ে পুলিশ সে স্থানে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে।

আরও পড়ুন:  স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য, অভিযোগ মীর্জা আব্বাসের

এই বিষয়ে রাবিপ্রবি প্রক্টর সাদ্দাম হোসেন বলেন ” ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাকে কেউ কিছু এখনো জানায়নি , রাত ১১:১০ ঘটকায় আমাদের এক অফিসারের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আমি জানতে পেরে থানায় গিয়েছিলাম।

জড়িতরা অধিকাংশ স্থানীয় রাজনৈতিক নেতা, এরকম আামাদেরও কিছু স্টুডেন্ট আছে।পুলিশ প্রশাসন একটা সমাধানের জন্য তাদের ঊর্ধ্বতন রাজনীতিবিদের হাতে ছেড়ে দিয়েছে। তবে কেউ মামলা করলে তাতে তাদের কোনো আপত্তি নাই বলে দিয়েছে। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের হলের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করেছ “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *