আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল শুক্রবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরো বাড়তে পারে।
৪ বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা, বন্দরে ৩ নম্বর সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরো পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে পাউবো জানিয়েছে, লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চল, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সংলগ্ন উজান অর্থাৎ, ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে ভারি থেকে অভিভারি বৃষ্টি হতে পারে। ৩০ জুলাই পর্যন্ত ৬ দিনে চট্টগ্রাম বিভাগ ও সংলগ্ন উজানে (ভারতের ত্রিপুরা প্রদেশ) সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর ফলে আগামী তিন দিন (২৭ জুলাই পর্যন্ত) ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, রহমতখালী খাল ও নোয়াখালী খাল নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বৃষ্টি বেড়েছে, আরো বাড়তে পারে কাল
আগের দিনের তুলনায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ অনেকটাই বেড়েছে আজ। রংপুর বিভাগ ছাড়া দেশের প্রায় সব অঞ্চলেই কম-বেশি বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ১৬৭ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বা এর বেশি হলে তা অতি ভারি বর্ষণ। সে হিসেবে, আজ অতি ভারি বৃষ্টি হয়েছে আরো অন্তত দুই জেলায়- কুমিল্লায় ১১৪ মিলিমিটার ও ভোলায় ১০১ মিলিমিটার।
আগের দিন দেশের ৫ বিভাগে তাপপ্রবাহ থাকলেও আজ বৃষ্টি বাড়ায় তা বেশিরভাগ অঞ্চল থেকেই বিদায় নিয়েছে। তবে দিনে সে অর্থে বৃষ্টি না থাকায় রংপুর বিভাগে আজও মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৩৭.২ ডিগ্রি।
এদিকে আজকের তুলনায় আগামীকালে বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।







