জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও ২ জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ৬

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই ইনস্টিটিউটে ৪২ জন আহত রোগী চিকিৎসাধীন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার পর সংবাদ ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গত দুই দিনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা ২৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থার উন্নতি হয়েছে। তাদের অনেককে খুব শিগগিরই ছেড়ে দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, ‘সিভিয়ার ক্যাটাগরিতে থাকা ১৩ জনের মধ্যে কয়েকজনের উন্নতি হতে পারে আগামী দিনগুলোতে। বর্তমানে আইসিইউতে রয়েছেন ৮ জন রোগী।’

চিকিৎসাসংক্রান্ত সহযোগিতায় ভারত, সিঙ্গাপুর এবং চীনের চিকিৎসকদের সঙ্গে বৈঠক হচ্ছে বলে জানান তিনি। সব ধরনের চিকিৎসা খরচ সরকার বহন করছে, ফলে রক্ত বা আর্থিক সহায়তা আপাতত প্রয়োজন নেই।

আরও পড়ুন:  টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ

এদিকে ঘটনার মোট হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন সংস্থার তথ্যভেদে। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরে এ ঘটনায় আহত আরও তিনজনের মৃত্যু হয়েছে। সে হিসাবে সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৩১ জন। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ বলেছে, ২২ জন নিহত হয়েছেন, পরে আরও দুজন মারা যাওয়ায় মোট ২৪ জন।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, যা বড় ধরনের প্রাণহানির ঘটনা সৃষ্টি করে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *