আজ বুধবার দুপুরে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান। তাদের এখন বিশেষ ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অন্যদিকে, আরো ১৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সিঙ্গাপুরের এক সিনিয়র কনসালট্যান্টের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড।
কাউকে বিদেশে পাঠানো হতে পারে কি না, জানতে চাইলে পরিচালক জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না।







