মোহাম্মদ খালেদ রহীম পদোন্নতি পেয়ে দুদকের সচিব নিয়োগ

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। খালেদ রহীম দীর্ঘদিন ধরেই প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় এই নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই পদায়নের মাধ্যমে দুদকে প্রশাসনিক নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

#এফএফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *