সম্পত্তি বলতে সাধারণত জায়গা জমি, সোনাদানাসহ বিভিন্ন কিছু বোঝালেও জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলী একমাত্র সম্পদ যেন ঢাকাই সিনেমার ‘কিং’ শাকিব খান! তাকে নিয়েই ঢালিউডের এই নায়িকাদের যত প্রতিযোগিতা। যার দর্শক নেটিজেন।
একজন শাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করতেই অন্যজনের ঘুম হারাম। পাল্টা জবাব না দেওয়া পর্যন্ত স্থির হন না। সম্প্রতি শাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের দৃশ্যমান অপু-বুবলীর প্রতিযোগিতা।
এবার দুই নায়িকা প্রমাণ করতে ব্যস্ত, বাবা শাকিব খান তার ছেলেকেই বেশি ভালোবাসেন। নয়তো এমন কেন হবে যে বুবলী তার ছেলে বীরের সঙ্গে বাবা শাকিব খানের আদরে মাখা ছবি প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যেই অপু তার ছেলে জয়ের সঙ্গে শাকিবের পরম মমতামাখা ছবি পোস্ট করবেন?
ছেলে বীরকে বাবা শাকিব খানের আদর। ছবি: ফেসবুক থেকে
মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টা ৫৪ মিনিটে বুবলী তার অফিশিয়াল ফেসবুক পেজে বেশকিছু ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ছেলে বীরকে বাবা শাকিব খান আদর আর চুমুতে ভরিয়ে দিচ্ছেন।
বুবলী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘পরিবার যেখানে জীবন শুরু হয়, ভালোবাসা সেখানে কখনও শেষ হয় না…।’
ছবিগুলো এতোটাই মিষ্টি যে নেটিজেনরা দু’হাতে ভালোবাসা বিলাতে থাকলো আর সেটাই যেন সহ্য হলো না অপু বিশ্বাসের। তিনিও ঠিক ঘণ্টা খানেকের মাথায় পোস্ট করে ফেললেন কিছু ছবি। যেখানে যথারীতি বাবা শাকিব খান ও তার ছেলে জয়। ছবিগুলোতে ছেলেকে কোলের মধ্যে নিয়ে পরম মমতায় ঘুমিয়ে আছেন শাকিব খান।
ছেলে জয়কে নিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছেন শাকিব খান। ছবি: ফেসবুক থেকে
অপু বিশ্বাস তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’
অপু তার এই কথাগুলো দিয়ে যে বুবলীকেই ইঙ্গিত করেছেন তা আর বুঝতে বাকী নেই নেটিজেনদের। কারণ বুবলীই তো শুরুতে বীরের সঙ্গে বাবা শাকিব খানের ছবিগুলো পোস্ট করেছেন।
অপুর ভক্তরা ছবিগুলো খুব পছন্দ করলেও দুষ্টু নেটিজেনরা কমেন্ট বক্সে বীরের সঙ্গে শাকিব খানের সদ্য পোস্ট করা ছবিগুলোর স্ক্রিনশট দিচ্ছে। আর অনেকে বলছে আজই কেন জয়ের সঙ্গে শাকিবের ছবি পোস্ট করতে হলো? অনেকের মতে, বুবলী তার ছেলের সঙ্গে শাকিবের ছবি পোস্ট করবেন আর অপু বিশ্বাস পিছিয়ে থাকবেন তা হতেই পারে না!
আপাতত এই ছবিগুলো নিয়েই চলছে দুই নায়িকার ভক্তদের ভার্চুয়াল যুদ্ধ!