দুখু মিয়ার জন্মদিনে

মুহম্মদ শফিকুল আলম
নিপীরিত জন করিছে স্মরণ
তুমি ‘বিদ্রোহী ‘ বীর,
তুমি ‘বাঁধনহারা’ ‘অগ্নি গিরি’
চির উন্নত তব শির।
বাজালে তুমি ‘অগ্নি বীনা’
গাইলে ‘ভাঙার গান’,
জ্বালিয়ে দিলে ‘প্রলয় শিখা’
সইলে ‘ব্যথার দান’।
আকাশ ভেদিয়া ঊর্ধ্বে উঠিলে
ছাড়িয়ে চন্দ্র-সূর্য,
তব এক হাতে বাঁশের বাঁশরী
আর হাতে রণ তূর্য।
‘দোলন চাঁপা’ ‘শিউলি মালা’য়
‘গুলবাগিচা’ সাজিয়ে,
পদ্মার ঢেউ আকুল করিলে
প্রেমের বাঁশি বাজিয়ে।
তুমি ‘জৈষ্ঠ্যের ঝড়’ ‘রুদ্রবীণা’
প্রেম বাগিচার ‘বুলবুলি’,
‘গীতি শতদল ‘ জমায় আসর
. বাবরি কাটা চুল গুলি।
দু:খ কষ্টের জীবন নাট্যে
পুস্পের হাসি শেষে,
ঘুমিয়ে আছো শ্রান্ত হয়ে
মসজিদেরই পাশে।
জন্ম দিনে তোমার জন্যে
‘ রক্তজবা’ ‘ ঝিঙে ফুল’,
মোদের প্রানে চেতনায় তুমি
তুমি কবি নজরুল।
লেখক-সাবেক ব্যাংকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *