যার মাথার দাম ছিল এক কোটি ডলার, তার সঙ্গেই হাত মেলালেন ট্রাম্প

আহমেদ আল-শারা, মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট। ছয় মাস আগেও তার মাথার দাম ছিল এক কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র এই দাম ঘোষণা করেছিল। সেই শারা এখন সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন, করমর্দন করেছেন এবং সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সক্ষম হয়েছেন।

আহমেদ আল-শারা মূলত আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন। শারার দল হায়াত তাহরির আল-শাম ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের উৎখাতে নেতৃত্ব দেয়। আল-কায়েদা-সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা হায়াত তাহরির আল-শামকে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। ক্ষমতা গ্রহণের পর থেকে শারা তার সামরিক দলকে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেন।

আরও পড়ুন:  সামাজিক মাধ্যম আসছে আয়করের আওতায়

সিরিয়ার নেতা দেশের নতুন সরকারকে বন্ধুত্বপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অ-যুদ্ধবাজ হিসেবে উপস্থাপন করার জন্য কাজ করছেন।

ডিসেম্বরে দামেস্কে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সফরের পর যুক্তরাষ্ট্র শারা-এর উপর থেকে জারি করা সেই এক কোটি ডলারের হুলিয়া বাতিল করে।

ট্রাম্প বুধবার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের তথ্যানুসারে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থানীয় সময় সকাল ১০ টা ৭ মিনিটে শুরু হয়। ৩৩ মিনিট পর সেই বৈঠক শেষ হয়। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *