সমাবেশস্থলে গরম কমাতে পানি ছিটালো সিটি করপোরেশন

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। শুক্রবার (৯ মে) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ চলাকালে প্রচণ্ড গরমে বিরক্ত হয়ে ওঠেন উপস্থিত আন্দোলনকারীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন বিকেল ৩টা থেকে স্প্রে কেননের মাধ্যমে পানি ছিটানো শুরু করে। দেখা যায়, ডিএনসিসির দুটি পানি ছিটানো গাড়ি সেখানে উপস্থিত হয়ে ছিটিয়ে যাচ্ছিল।

পানি ছিটানোর ফলে আন্দোলনকারীরা কিছুটা স্বস্তি পান এবং অনেকেই সিটি করপোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের অনেকে বলেন, এই পদক্ষেপ থেকে বোঝা যায় প্রশাসন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করছে।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ছাত্র-জনতা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিচ্ছেন। ইসলামপন্থি দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন:  সেনাদের ফেরত নিতে সম্মত মিয়ানমার, প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী

এর আগে ৮ মে রাত থেকেই এনসিপি নেতা-কর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। ৯ মে সকালেও তারা সেখানে স্লোগান দিতে দেখা যায়, যেখানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা দাবিতে সুর তোলা হয়।

দক্ষিণাঞ্চলের এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার জুমার নামাজের পর মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ডাক দেন এবং সকল দল ও মতের মানুষকে এতে অংশ নিতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *