নিজেকেই ভুলে যেতে চান মৌসুমী

প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। অভিনয় গুণ তো বটেই, সৌন্দর্যের গুণেও ভক্তদের মনে দাগ কেটেছেন তিনি। তবে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন এই নায়িকা। তার ভক্তরা অপেক্ষা করছেন, কবে আবার অভিনয়ে ফিরবেন তাদের প্রিয় নায়িকা।

কিন্তু মোসুমী ভক্তদের জন্য দুঃসংবাদ! অভিনয়কে বিদায় জানাতে চাইছেন ঢালিউডের সর্বকালের অন্যতম জনপ্রিয় এই নায়িকা। খবরটি জানিয়েছেন খোদ তার স্বামী অভিনেতা ওমর সানী।

প্রায় দুই বছর হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের কাছে থাকেন। সঙ্গে আছেন মেয়ে ফাইজা।

প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী

তবে খুব শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ওমর সানী। এ বিষয়ে সানী গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’

আরও পড়ুন:  ৩ মে রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম

তিনি জানিয়েছেন, মৌসুমী নাকি এও বলেছেন যে, তিনি ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন!

গণমাধ্যমকে দেওয়া এক এক সাক্ষাৎকারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর এই কথাটা খুব কষ্টের। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে, এমন ভাবনা তো কারো নেই।’

এমনকি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’

‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর করেছেন অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়। পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *