দেশে এসেছে ২৭০০ টন ভারতীয় আলু, কমছে দাম

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ার পর গত পাঁচ দিনে দেশে আলু এসেছে ২ হাজার ৭০০ টন। এখন পর্যন্ত সরকার থেকে ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দাম নিয়ন্ত্রণ করতে এর আগে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয়। এদিকে আমদানি করা আলু বাজারে আসার পর দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে দেশি আলু কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে। খুচরা বাজারে কেজিপ্রতি আলুর দাম কমেছে গড়ে ১০ টাকার মতো। তবে সরকারনির্ধারিত আলুর দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু খুচরা বাজারে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে। কয়েক দিন আগেও ক্রেতারা খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৭০-৮০ টাকা দরে আলু কিনেছে।

আরও পড়ুন:  জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আলুর ব্যবসায়ী বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানির খবরে আলুর দাম কমতে শুরু করেছে। আজ পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৩ থেকে ৩৫ টাকা দামে। খুচরা বাজারে ৪০-৪৫ টাকা দামে আলু বিক্রি করার কথা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *