সারা দেশে কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের দেওয়া ছয় দফা দাবি না মানায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাস্তায় নামেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন। এতে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। আর যানজটের কারণে সড়কে চলাচলকারী মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে।পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো :

১. ২০২১ সালের নিয়োগ প্রাপ্ত বিতর্কিত সব ক্রাফট ইন্সট্রাক্টরকে কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে।

আরও পড়ুন:  শিশু শ্রমিক এক দশকে বেড়েছে ৮৬ হাজার, প্রকল্প অকার্যকর
২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সিমেস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে।

৩. উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

৪. কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না

৫. কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে।

৬. উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন:  বিশ্বের প্রথম এআই সুন্দরী কে এই নারী?

দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল ক্রসিং অবরোধ করেও তারা। এতে ট্রেন শিডিউল বিপর্যয় ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *