রাবিপ্রবিতে অস্থায়ী সততা স্টোর, নেপথ্যে যা জানা গেলো

রাবিপ্রবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে পরীক্ষামূলকভাবে সততা স্টোরের কার্যক্রম শুরু করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্তৃপক্ষ।

সোমবার(১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে একটি বক্সে করে কয়েক আঁটি সজনে ডাটা (সবজি) রাখা হয়। এরই সাথে সাথে নামমাত্র দামে সজনে ডাটা বিক্রির মাধ্যমে পরীক্ষামূলকভাবে সততা স্টোরের যাত্রা শুরু হলো রাবিপ্রবিতে। এক আঁটি সজনে ডাটার মূল্য মাত্র ২০ টাকা নির্ধারণে বিক্রি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।দোকানি নেই, ক্যাশিয়ার নেই, একটি বয়াম দিয়ে তাতে লেখা ছিল নির্ধারিত মূল্য বয়ামে রাখুন। চাইলেই যে কেউ ফ্রিতে নিতে পারতেন। আবার চাইলেই বয়ামকে চুরি করতে পারতেন। তবে সব ছাড়িয়ে সততার জয় হয়েছে। দিনের শেষে সজনে ডাটা বিক্রির পাশাপাশি নির্ধারিত মূল্য কর্তৃপক্ষ বয়ামে বুঝে পেয়েছে।

আরও পড়ুন:  মারা গেছেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী

এদিকে শহরের তবলছড়ি কাঁচা বাজারের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা গেছে তারা এক আঁটি সজনে ডাটা বর্তমানে ৫০-৬০ টাকা দরে বিক্রি করে।

অন্যদিকে ক্যাম্পাসের ফল, সবজি শিক্ষার্থীদের কাছে বিক্রি কেন? কেন বিনামূল্যে নয় ! এমন প্রশ্নের জবাবে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান জানান, আমি জাপানের (Ehime University, Japan) এই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে দেখেছি সেখানে শিক্ষার্থীরা কোন গাছের ফুল ও ফলে হাত দেয় না। ফল পাকার পর সুন্দরভাবে সংগ্রহ করে নামমাত্র মূল্যে বিক্রি করে কর্তৃপক্ষ । তাই এই অভ্যাসটি রাবিপ্রবিতে গড়ে তোলার জন্য এই উদ্যোগ নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি আরো বলেন, “আমরা সব শিক্ষার্থীদের কাছে নাম মাত্র মূল্যে বিশ্ববিদ্যালয়ের মৌসুমি ফল বিক্রির উদ্যোগ নিয়েছি। যেন সবাই সমান ভাবে পায়। কেউ এসে অর্ধেক নিয়ে যাবে আর কেউ কিছু পাবে না এমনটা হতে পারেনা। মূলত সুষম বণ্টন ও শিক্ষার্থীদের সেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *