আওয়ামী লীগকে পতনের হুমকি দিয়ে লাভ নেই: প্রধানমন্ত্রী

জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগকে পতনের হুমকি দিয়ে কোন লাভ নেই বলে বিএনপিকে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে আসছে দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন তিনি।

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে শনিবার দুপুরে আনোয়ারার জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী।

বদলে যাওয়া এই জনপদের উদ্দেশ্যে সরকার প্রধান বললেন, বিএনপি মানুষ খুন আর অর্থ লুটপাটের সংস্কৃতি চালু করেছিল। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অস্ত্র-সহিংসতার রাজনীতি থেকে দেশকে শান্তির পথে ফিরিয়ে এনেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে মানুষ একবেলা নুনভাত খেতে পারত না। আজকে আমরা দারিদ্র্য মোকাবেলা করেছি। আজকে আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের মানুষের জন্য গৃহের ব্যবস্থা করেছি।

আরও পড়ুন:  আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই : প্রধান উপদেষ্টা

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে নির্বাচনে বারবার জয়ী হয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। এই দলকে পতনের ভয় দেখিয়ে কোন কাজ হবে না।

শেখ হাসিনা বলেন, আমরা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছি। যাতে কোনো লোক কষ্ট না পায়। আজকে বিনাপয়সায় বই দেওয়া হচ্ছে। আমরা বৃত্তি-উপবৃত্তি দিচ্ছি। আজকে সকলের হাতে মোবাইল ফোন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা ২০০৮ সালে দিয়েছিলাম। আজকের সমস্ত বাংলাদেশে ডিজিটাল নেটওয়ার্ক আছে। সারাদেশে বহুমুখী উন্নয়ন প্রকল্প দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

বীর চট্টলার কাছে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার ওয়াদা চাইলেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার একটাই কাজ দেশের মানুষের কল্যাণ করা। আর কোনো চাওয়া-পাওয়া নেই। শুধু আপনাদের দোয়া চাই। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে কর্ণফুলী টানেল পেয়েছেন, স্বাধীনতা পেয়েছেন, উন্নয়ন পেয়েছেন। আজকে আমার কাছে ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আবার আমাকে জেতাবেন।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীর হাতে ‘এশিয়া ক্লাইমেট মবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন তথ্যমন্ত্রী

বাণিজ্যিক রাজধানীতে আরও অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকে আপনাদের জন্য আমি একটি ছোট উপহার নিয়ে এসেছি। এটি হলো টানেল। এখন দইজ্জার তল দিয়ে গাড়ি চলে। দক্ষিণ এশিয়ায় এত বড় আর টানেল নেই। আরও ১১টি প্রকল্প আপনাদের জন্য উপহার হিসেবে উদ্বোধন করে দিলাম। আজকের এ উন্নয়ন সম্ভব হয়েছে গত নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন বলে। নৌকা যখনই সরকারে এসেছে, দেশ ও মানুষের উন্নয়ন করেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *