প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বৈঠকটি শুরু হয়। এতে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট এবং গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে।
ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই কমিশন গঠন করে গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।কমিশনের অন্য সদস্যরা হলেন— সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
এই কমিশনের মেয়াদ হবে ছয় মাস।







