সমাজের নেতিবাচক চর্চাগুলো দূর করতে সহায়তা করে খেলাধূলা : রাবিপ্রবি উপাচার্য

রাবিপ্রবি প্রতিনিধিঃ  খেলাধুলা হচ্ছে একটি ইতিবাচক দিক। যারা খেলাধুলা করে, গান করে এবং ইতিবাচক চর্চা করে করে; আমি মনে করি তারা সমাজে যে নেতিবাচক চর্চাগুলো রয়েছে সেগুলো দূর করতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

আজ দুপুর দেড় ঘটিকায় রাবিপ্রবি’র কেন্দ্রীয় খেলার মাঠে  শিক্ষার্থীদের আয়োজনে রাবিপ্রবি প্রীমিয়ার লীগ ক্রিকেট খেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। শিক্ষার্থীদের খেলাধুলাসহ নানা ইতিবাচক ভূমিকার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার আহ্বান জানান উপাচার্য।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী এর রাঙ্গামাটি জোন এর উপ-অধিনায়ক মেজর মুকতাদির, রাবিপ্রবি’র সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহ্বায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ।

আরও পড়ুন:  সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়ে সংসদে যেতে চান শিক্ষাবিদ ড. সালেহা কাদের

উদ্বোধনী খেলায় স্ট্রাইকার্স অফ অঙ্কুর বনাম কমল স্মৃতি ফাউন্ডেশন অংশগ্রহণ করে।  কমল স্মৃতি ফাউন্ডেশনকে হারিয়ে স্ট্রাইকার্স অফ অঙ্কুর বিজয় অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *