ঢাবি প্রবেশমুখ থেকে সরে গেছে সাত কলেজের শিক্ষার্থীরা

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত  সাত কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ মুক্তি ও গণতন্ত্র মোড় থেকে সরে গেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

রোববার (২৬ জানুয়ারি) রাত ১১ টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বিরুদ্ধে ‘বিরূপ আচরণের’ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের বাইরে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা কলেজকে ঠেকাতে এফ রহমান হলের শিক্ষার্থীরা গেটের অভ্যন্তরে কিছুটা অদূরে হলের সামনে অবস্থান নেয়। রাত সাড়ে ১১ টার দিকে দুই পক্ষে ধাওয়া পালটা ধাওয়া হলে সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এর দিকে যেয়ে অবস্থান নেয়।

সরেজমিনে দেখা যায়, সাত কলেজের আন্দোলনকারীরা সায়েন্সল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে রওনা দেওয়ার ঘোষণা দিয়ে এগোতে থাকে। নীলক্ষেত সংলগ্ন গণতন্ত্র ও তোরণ ফটকের সামনে আসলে পুলিশ তাদের আটকে দেয়। অন্যদিকে এই খবর পেয়ে ঢাবির বিভিন্ন হল থেকে দলে দলে শিক্ষার্থীরা গণতন্ত্র ও তোরণের দিকে অগ্রসর হতে থাকে। একপর্যায়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে নিউ মার্কেট এলাকা পর্যন্ত নিয়ে যায়। সেখানে সাত কলেজের আন্দোলনকারীরা ছিটকে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার গণতন্ত্র ও তোরণ ফটকের সামনে অবস্থান করছে। এবিষয়ে পুলিশকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *