আমরা শুধু জিতব, জিতব এবং জিতব : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতব, জিতব এবং জিতব।

সোমবার শপথগ্রহণের পর কমান্ডার-ইন-চিফ বল, যেটি অভিষেক অনুষ্ঠানের একটি অংশ, তাতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে জয়লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে আমার সম্পর্ক। আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি।

পিট হেগসেথ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসচিব হতে যাচ্ছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী’ পাবে।

ট্রাম্প বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলব। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা।

আরও পড়ুন:  মার্কিন ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’ কে এই উষা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *