মোদির প্রশংসায় শাহরুখ

এই মুহূর্তে ভারতের সবচেয়ে আলোচিত নাম বলিউড বাদশাহ শাহরুখ খান। সদ্যই মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘জওয়ান’। আর মুক্তির পর থেকেই শাহরুখ বন্দনায় মেতে উঠেছে গোটা ভারত। প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেতাকে।

তবে শাহরুখের মুখ থেকে প্রশংসা শোনা গেল অন্য কারো! তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লিতে আয়োজত ‘জি২০’ সম্মেলন শেষ হওয়ার পরই রবিবার বিকেলে শাহরুখের মুখে শোনা গেল মোদি বন্দনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলিউড বাদশাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “মোদিজি, ‘জি২০’র সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন। উন্নত ভবিষ্যতের জন্য বিশ্বের দরবারে সকল রাষ্ট্রকে একসুতায় বাঁধল জি২০।

এই সাফল্য প্রতিটি ভারতবাসীর কাছে সম্মান ও গর্বের। স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয় বরং ঐক্যবদ্ধভাবেই উন্নতি করব। এক পৃথিবী, এক বিশ্ব, এক পরিবার।”

আরও পড়ুন:  আইনজীবী হত্যায় কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

 

1

‘জওয়ান’ ঝড়ে হঠাৎ করেই যেন রাজনৈতিক ‘সচেতন’ হয়ে উঠলেন শাহরুখ খান।

মূলত ভারতের নেতৃত্বে জি২০ শীর্ষ সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’-এর মন্ত্র মেনেই মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। ‘জওয়ান’ শাহরুখকে বিগত তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে এভাবে খোলামেলাভাবে রাজনৈতিক ইস্যুতে কথা বলতে দেখা যায়নি। এবার যেন বুক ফুলিয়ে রাজনীতির মুখোমুখি হয়েছেন শাহরুখ! শুধু তা-ই নয়, মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন শাহরুখ।

 

৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া শাহরুখের ‘জওয়ান’ রীতিমতো সুনামি তাণ্ডব চালাচ্ছে বক্স অফিসে। মাত্র তিন দিনে ভারতীয় বক্স  অফিসে ২০০ কোটির বেশি আয় করে নিয়েছে সিনেমাটি।

আন্তর্জাতিক আয় ছাড়িয়েছে ৩৫০ কোটি। ধারণা করা হচ্ছে, নিজের সর্বশেষ চলচ্চিত্র পাঠানের গড়া সব রেকর্ড নিজেই ভেঙে ফেলবেন শাহরুখ খান।

আরও পড়ুন:  অভিনেত্রী ফারজানা ছবির ‘জলছবি’র মোড়ক উন্মোচন

 

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার।

সূত্র : ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *