ভারত-চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সখ্য আছে। তবে আমাদের এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে  ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ও চীনের মধ্যে সংঘাত আছে আবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সখ্য আছে। তবে আমাদের এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, এটা  গুরুত্বপূর্ণ। কেননা আমাদের প্রতিটি দেশের সঙ্গেই স্বার্থ আছে। এত যে শত্রুতা চীন আর ভারতের, তবে খেয়াল করে দেখেন তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের। প্রতিটি দেশেরই আরেক দেশের সঙ্গে স্বার্থ আছে। আমাদেরও স্বার্থ আছে। আর আমাদের মনে রাখতে হবে আমরা মেজর প্লেয়ার না। আমাদের ভারসাম্য রক্ষা করেই চলতে হবে।

আরও পড়ুন:  মোদির স্ট্যাটাস নিয়ে প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ

তৌহিদ হোসেন আরও বলেন, আমি এক সপ্তাহ আগে থাইল্যান্ড সফরে গিয়েছিলাম। মিয়ানমারের প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক ছিল। সেখানে আমি তিনটা বিষয় তুলে ধরেছি। সেগুলো হলো—সীমান্ত, মাদক-অস্ত্র, মানব পাচার। আমি বলেছি, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এসব ইস্যুর সমাধান হবে না। আমি মিয়ানমারকে বলেছি, মিয়ানমারের রাখাইন সীমান্ত আরাকান আর্মির হাতে চলে গেছে। তবে আমাদের স্বার্থ হলো, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করা। কেননা আমরা তো রোহিঙ্গাদের ২ মাস ৬ মাসের মধ্যে পাঠাতে পারব না। সে জন্য মিয়ানমারে আমরা শান্তি চাই, সেখানে শান্তি না আসলে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারব না। তবে শান্তি প্রতিষ্ঠা হলে তোমাদের অবশ্যই রোহিঙ্গা ফেরত পাঠাতে হবে, এটা তাদের বলেছি।

আরও পড়ুন:  শেয়ারবাজারে ব্যাপক দরপতন

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে আমাদের ঐক্য প্রয়োজন। সেটাই আমাদের করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *