ভারত থেকে সরকারিভাবে আমদানি করা চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ভারত থেকে ২৫ হাজার টন চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে বৃহস্পতিবার।

আজ বুধবার বিকেলে এমভি টানিস ড্রিম জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে প্রবেশ করে।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২৭৪ কোটি টাকা মূল্যের ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল কেনার অনুমোদন দেয় সরকার।

এর পরিপ্রেক্ষিতে প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ টন চালান দেশে আসছে।

খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগে কেনা চালের এটি প্রথম চালান। একই চুক্তির আওতায় কেনা বাকি প্রায় ২৬ হাজার টন চাল জানুয়ারির শুরুতে আসবে বলে ধারণা করা হচ্ছে।’

আরও পড়ুন:  শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

তিনি আরও বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের নয় নম্বর জেটিতে ভিড়বে। তারপর নিয়ম অনুযায়ী পণ্যের মান পরীক্ষণ শেষে খালাস কার্যক্রম শুরু হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *