ঢাকা মাতালেন রাহাত ফাতেহ আলী খান

ঢাকায় এসে মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। শনিবার জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয় ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে সংগীতপ্রেমীদের মাঝে গান গেয়ে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। 

মঞ্চে উঠেই রাহাত বলেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।

’ আর্মি স্টেডিয়ামের অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গান ধরলেন, ‘তু না জানে আস পাস হ্যায় খুদা’। একে একে তিনি শোনান তার গাওয়া পরিচিত গানগুলো।

সাত মিলনায়তনের নাম পরিবর্তন, ‘অযৌক্তিক’ ভাবছেন গুণীজনেরা

এরপর এক এক করে সংগীতপ্রেমীদের গান গেয়ে শোনাচ্ছেন। স্টেডিয়ামের কানায় কানায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন:  বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মুগ্ধ হয়ে ভক্তরা গান উপভোগ করছেন।এর আগে বেলা ২টায় কনসার্টের দরজা খোলে‌। আগে থে‌কে আর্মি স্টে‌ডিয়া‌মের সাম‌নে সংগীতানুরাগী‌দের দীর্ঘ সা‌রি দেখা যায়। সময় বাড়ার স‌ঙ্গে স‌ঙ্গে শ্রোতা‌দের উপ‌স্থি‌তি বাড়‌তে থাকে।

বি‌কেল চারটায় আর্মি স্টে‌ডিয়া‌মে সিল‌সিলার প‌রি‌বেশনা দি‌য়ে কনসার্ট শুরু হ‌য়ে‌ছে।যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন কসসার্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *