রাবিপ্রবি প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের পর দাম কমেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ক্যাফেটেরিয়ার খাবারের। এছাড়াও টাঙানো হয়েছে মূল্য তালিকা।
এদিকে দাম কমানোয় খানিকটা স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে মান বৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তারা।
খাবারের দাম কমানো বিষয়ে এক শিক্ষার্থী বলেন “ ক্যান্টিনে খাবারের দাম কমানো হয়েছে দেখেছি তবে সেটি সন্তোষজনক নয়।খাবারের দাম আরো কমানো ও মান বৃদ্ধি করা উচিত বলে মনে করি”।
এছাড়াও ৭ম ব্যাচের শিক্ষার্থী এম,আকতারুজ্জামান অপু বলেন, ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো হলেও গুণগত মান ও পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানো এবং গুণগত মান বাড়ানো হলে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ামুখী হবে “।
ক্যাফেটেরিয়া বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব মেহেদী মাকসুদ চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্যাফেটেরিয়া সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে ক্যাফেটেরিয়ার নতুন দাম নির্ধারন করা হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ভর্তুকি না থাকায় দাম এর চেয়ে কমানো সম্ভব হয়নি।