এইচটিএসের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুতে নেতৃত্ব দেওয়া বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। 

বিবিসি বলছে, এইচটিএসের সঙ্গে যোগাযোগের তথ্য প্রথমবারের মতো স্বীকার করলো যুক্তরাষ্ট্র। কেননা এখনো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় আছে এইচটিএস। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে জর্ডানে আরব দেশের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন ব্লিঙ্কেন। এরপরেই তিনি এইচটিএসের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের কথা জানান।

জর্ডানে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেছেন, আমরা এইচটিএস এবং অন্যান্য পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। তবে কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে-সেই সম্পর্কে তিনি কিছু জানাননি। ব্লিঙ্কেন আরও বলেন, জর্ডানের আকাবায় অনুষ্ঠিত সংলাপে দামেস্কে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হয়েছে।

আরও পড়ুন:  জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মেট্রোরেল চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

বৈঠক প্রসঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক শক্তিগুলো সিরিয়ায় আর বিশৃঙ্খলা দেখতে চায় না। এছাড়া জর্ডানে বৈঠকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ক্ষমতার পালাবদলে যেন সন্ত্রাসবাদ সুবিধা না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *