পূর্ব সিরিয়া থেকে সরবে না মার্কিন বাহিনী : পেন্টাগন

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলা বাশার আল-আসাদের শাসনের সমাপ্তি ঘটেছে। বিদ্রোহীদের ক্রমাগত অগ্রগতির ফলে ধীরে ধীরে দামেস্ক তাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আসাদের পতনের পর বিশ্ব নেতারা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন, এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকেও একটি বিবৃতি এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিরক্ষা উপ-সহকারী সচিব ড্যানিয়েল শাপিরো সিরিয়ার সব পক্ষকে আহ্বান জানিয়েছেন বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং একটি ‘অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের’ জন্য কাজ করতে।

তিনি বলেন, ‘যদি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতন নিশ্চিত হয়, তবে এ নিয়ে কারো চোখের জল ফেলতে হবে না।’

শাপিরো আরো জানান, মার্কিন বাহিনী পূর্ব সিরিয়ায় তাদের অবস্থান বজায় রাখবে আইএসআইএস (আইএসআইএল)-এর হুমকি মোকাবিলার জন্য। তবে তিনি স্পষ্ট করেছেন, এই সামরিক উপস্থিতি সিরিয়ার সংঘাতের অন্য কোনো দিকের সঙ্গে সম্পর্কিত নয়।

আরও পড়ুন:  তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, বিধ্বস্ত বাড়িঘর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *