চলে গেলেন ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর

কালজয়ী গান ‘এই পদ্মা এই মেঘনা’ এর গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি মারা গেছেন। আবু জাফরের মেয়ে জিয়ান ফারিয়া তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-অন্তত এই তিনটি সৃষ্টি অমরত্ব পেয়েছে বহু আগে।  ‘এই পদ্মা এই মেঘনা’ তার এই গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছিল।

আবু জাফরের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুরে। আজ (শুক্রবার) আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন:  পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক হলেন ফজলুল কাদের

গুণী এ মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সংগীতভুবন। তিনি শুধু সংগীতাঙ্গনের মানুষই ছিলেন না, ছিলেন একজন কবি ও শিক্ষক। শিক্ষকতা পেশার পাশাপাশি সংগীতভুবন আলোকিত করেছেন জাফর। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।

রাজশাহী-ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত বেশিরভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। তবে আলোচিত বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন তার প্রাক্তন স্ত্রী  বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *