স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দীন চৌধুরী গ্রেফতার

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দীন চৌধুরীকে (৬৫) কে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ভাটারা এলাকায় জাকারিয়া ইয়াসিন নামে এক শিশুকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় তাকে  কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানায় উপপরিদর্শক মো. কামরুজ্জামান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। এরপর বিচারক কারাগারে পাঠানোর আবেদন মঞ্জুর করেন।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকার নিজ বাসা থেকে জামাল উদ্দীনকে আটক করে বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করেন সমন্বয়করা। এরপর ভাটারা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান।

আরও পড়ুন:  মাস্টার শাহজাহান বিএ একজন কিংবদন্তি রাজনীতিবিদ

মামলার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই দুপুরের দিকে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রজনতাকে ভাটারা এলাকায় নিজ বাসার সামনে মায়ের সঙ্গে পানি খাওয়াচ্ছিলেন ১১ বছরের শিশু জাকারিয়া ইয়াসিন।  হঠাৎ সেখানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ পুলিশ গুলি ছোড়ে। জাকারিয়ার বাম পায়ে গুলি লাগে। ২ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সে সুস্থ হয়। এ ঘটনায় জাকারিয়ার মা পারভীন গত ২ অক্টোবর  ২০২৪ সালে রাজধানীর ভাটারা থানায় একটা হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এ মামলায় জামাল উদ্দীন সন্দেহভাজন আসামি।

উল্লেখ্য, ডা. মো. জামাল উদ্দীন চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি বিগত সঙ্গদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করে দলীয় প্রার্থীর কাছে হেরে যান। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *