আইএমএফ: চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি কমার পূর্বাভাস

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমে ৪.৫ শতাংশ হবে এবং সার্বিক মূল্যস্ফীতি ৯.৭ শতাংশে দাঁড়াবে। বর্তমান বাজেটে প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশ ধরা হয়েছিল, যা করোনা মহামারি বাদ দিলে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস দিয়েছে। প্রতিবছর এপ্রিল ও অক্টোবরে দুইটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি। তবে প্রতিবেদনে নিম্ন প্রবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে, সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হওয়া বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের জন্য বাড়তি ঋণের বিষয়ে আলোচনা হতে পারে। এবারের আউটলুকে বলা হয়েছে, বিশ্ব জিডিপির প্রবৃদ্ধি ৩.২ শতাংশের ঘরে স্থির থাকবে এবং ২০২৫ সালের পর বিশ্বের সার্বিক মূল্যস্ফীতি কমে ৩.৫ শতাংশে দাঁড়াবে।

আরও পড়ুন:  ২ বিলিয়ন ডলার বেড়ে রিজার্ভ ২১.৪৪ বিলিয়নের ঘরে
একইভাবে বিশ্বব্যাংকের এক পূর্বাভাসেও বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হবে বলে গত মাসে প্রাক্কলন দিয়েছিল।
ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে তথ্য উল্লেখ ছাড়া বাংলাদেশ নিয়ে আলাদা কোনো পর্যালোচনা বা বিশ্লেষণ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *