শিক্ষাবিদ ছায়েদুল হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর প্রস্তুতি সভা

সমাজসেবা ও শিক্ষার মানোন্নয়নে তৃণমূল পর্যায়ে দ্বীপ উপজেলা সন্দ্বীপের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যেগে ‘শিক্ষাবিদ ছায়েদুল হক মেধা বৃত্তি ২০২৪’ – এর প্রস্তুতি সভা সম্প্রতি গুপ্তছড়া বাজারস্থ ফাউন্ডেশনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপের নারী শিক্ষার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আবুল কাসেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ ও ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার, কবি, ‘দি গার্ডিয়ান’, ঢাকার বিশেষ সংবাদদাতা ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন।

উল্লেখ্য, বিগত এক যুগের ও বেশি সময়ব্যাপী এ’ ফাউন্ডেশন সন্দ্বীপের স্কুল ও মাদ্রাসার অষ্টম ও সমমানের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর নভেম্বর মাসে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে এবং মোট পরীক্ষার্থীদের মধ্যে বিশ শতাংশ শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি হিসেবে নগদ টাকা, মূল্যবান বই, ক্রেস্ট ও সনদ প্রদান করে আসছে। বিশাল এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে আসছেন খ্যাতিমান দানবীর, নিভৃতচারী সমাজসেবক, শিক্ষানুরাগী ও ইউ এস এ প্রবাসী বখতিয়ার উদ্দিন রানা, ইকবাল হায়দার ও মোঃ রেজাউল করিম প্রমুখ।

আরও পড়ুন:  শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের সংসদে আলোচনা

পরীক্ষার তারিখ ও স্থান নির্ধারণ, সিলেবাস, আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র শিক্ষার্থীদের কাছে দ্রুত পোঁছানো,প্রশ্ন পত্র প্রণয়ন এবং অতীতের সুনাম অক্ষুন্ন রেখে পরীক্ষা পরিচালনার জন্যে উপ-কমিটি গঠন ইত্যাদি নিয়ে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ মাঈনুদ্দীন, পাবলিক হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মাস্টার মোঃ মোস্তফা, জেবুন্নুর সুলতান উচ্চ বিদ্যালের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দিন, পাবলিক হাইস্কুলের শিক্ষক মুহাম্মদ মাহবুবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোস্তফা আল মোস্তাফিজ, মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মুহাম্মদ শাহীন উদ্দিন, হাফেজ আল মামুন, সংগঠক ও সমাজসেবক সাজিদুল করিম তুহিন, আবদুর রহমান , বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ। দিবসের তাৎপর্য তুলে ধরে দোয়া করেন মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম। আপ্যায়ন পর্ব শেষ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *