দেড় লাখ টাকায় দেশ ছাড়েন বিপ্লব কুমার!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সম্পর্কে আলোচিত একটি ঘটনা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। বলা হচ্ছে, তিনি লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন।

এই ঘটনায় বিভিন্ন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে পাচারকারীদের কথোপকথন শোনা গেছে। অভিযোগ উঠেছে যে, দহগ্রাম সীমান্তের মাধ্যমে বিপ্লব কুমারকে ভারতে পার করে দেওয়ার জন্য প্রায় দেড় লাখ টাকা লেনদেন হয়েছে। স্থানীয় পুলিশের এবং বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) তদন্ত চলছে। এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি জানিয়েছেন, পুরো ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কথা বলার একপর্যায়ে শুভ বলেন, ‘গত সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেয়া হয়।’

আরও পড়ুন:  নিম্নচাপ এখন গভীর নিম্নচাপ, উত্তাল সাগর

মোবাইল ফোনে কথার সূত্র ধরে আরও জানা যায়, ‘একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ ও দহগ্রামের আকছেদুল, মমিন, লম্বা শাহীন, ফারুক, রাজিব, শামীম ও মকছেদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেয়া হয়। বিপ্লবকে জলঢাকা মীরগঞ্জের মিঠু, নিশাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে। সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেয়া হয়।’

এ বিষয়ে শুভ ও তার বাবা ওসমান গণির সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেয়া হচ্ছে। বিজিবিও বিষয়টি তদন্ত করছে।’

 

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *