এক দিনে ৪ মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ৩ শতাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ৩৪৬ জন নতুন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজার ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৩৩ জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকায় ৭৮০ জন এবং ঢাকার বাইরে ৫৫৩ জন।

ডেঙ্গুর এই বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:  চট্টগ্রাম ১৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *