২৯ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ

আজ বৃহস্পতিবার সকালে আইনজীবী এম এইচ গাজী তামিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে ২৯ জন সাংবাদিকসহ মোট ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন।

এই ধরনের মামলার সাথে সাধারণত গুরুতর অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ এবং আইনি প্রক্রিয়া যুক্ত থাকে। অভিযোগ দাখিলের পর পরবর্তী পদক্ষেপ হিসেবে তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং আইনি প্রক্রিয়াগুলো শুরু হতে পারে, যা নির্ধারণ করবে অভিযোগগুলি কতটা যৌক্তিক এবং বৈধ।

আইনজীবী এম এইচ গাজী তামিম সাংবাদিকদের বলেন, ‘একটি অভিযোগ দাখিল হয়েছে। সেখানে ২০ জন মন্ত্রী-এমপি, পুলিশ, সাংবাদিক ও সুশীলকে আসামি করা হয়েছে। যারা গত ৩ আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উসকানি দিয়েছেন এবং টকশো করে গণহত্যার বৈধতা দিয়েছেন।’

আরও পড়ুন:  কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

২৯ সাংবাদিক হলেন

১. নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

২. ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

৩. ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি প্রেসক্লাব, ঢাকা ও সাবেক এমপি।

৪. শ্যামল দত্ত, সাবেক সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, ঢাকা।

৫. মোজাম্মেল বাবু, সিইও, প্রধান সম্পাদক, একাত্তর টিভি।

৬. নবনীতা চৌধুরী, সাংবাদিক ও টিভি সঞ্চালক।

৭. সুভাষ সিংহ রায়, সম্পাদক, এবি নিউজ ২৪ ডটকম।

৮. আহমেদ যোবায়ের, সাবেক এমডি, সময় টিভি।

৯. তুষার আব্দুল্লাহ, বার্তা প্রধান এখন টিভি।

১০. সাইফুল আলম, সম্পাদক, যুগান্তর।

১১. নঈম নিজাম, সাবেক সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

১২. আবেদ খান, সাবেক সম্পাদক, কালবেলা ও সমকাল।

১৩. প্রভাষ আমিন, বার্তা প্রধান, এটিএন নিউজ।

আরও পড়ুন:  একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত

১৪. ফারজানা রুপা, সাবেক প্রধান প্রতিবেদক, একাত্তর টিভি।

১৫. শাকিল আহমেদ, সাবেক বার্তা প্রধান, একাত্তর টিভি।

১৬. মিথিলা ফারজানা (মোবাশ্বিরা ফারজানা মিথিলা), সাবেক হেড ও কারেন্ট অ্যাফেয়ার্স, একাত্তর টিভি।

১৭. জাহেদুল হাসান পিন্টু, সম্পাদক, ডিবিসি।

১৮. মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি।

১৯. আশীস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টিভি।

২০. মানস ঘোষ, হেড অব নিউজ, এশিয়ান টিভি।

২১. প্রণব সাহা, ডিবিসি ।

২২. মাসুদা ভাট্টি, বাংলাদেশের সাবেক তথ্য কমিশনার।

২৩. মুন্নী সাহা, সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ।

২৪. জ ই মামুন (জহিরুল ইসলাম মামুন) সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন বাংলা।

২৫. স্বদেশ রায়, নির্বাহী সম্পাদক দৈনিক জনকণ্ঠ।

২৬. সোমা ইসলাম (চ্যানেল আই)।

আরও পড়ুন:  পণ্যের দাম কমাতে শুল্ক কমালো সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

২৭. শ্যামল সরকার (ইত্তেফাক)।

২৮. অজয় দাশ (সমকাল)।

২৯. আশরাফুল আলম খোকন, সাবেক প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব।

এ ছাড়া অভিযোগে দালাল সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সুশিল ব্যক্তিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *