পদত্যাগ নিয়ে যে সিদ্ধান্ত জানালেন হাথুরুসিংহে

ক্ষমতার পালাবদলের ছোঁয়া লেগেছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে। ক্রীড়াঙ্গনেও আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস চৌধুরী। এবার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ। সেখানেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন হাথুরুসিংহে। আজ সোমবার বিসিবি প্রকাশিত এক ভিডিওতে এই তথ্য জানা যায়। হাথুরুসিংহে বলেছেন, ‘বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে সেটি নিয়ে আমার তেমন ধারণা নেই। নিজের ভবিষ্যৎ সম্পর্কে যদি বলি—যতদিন পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে, ততদিন পর্যন্ত দায়িত্ব পালন করার ইচ্ছা আছে আমার। তবে বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, তাতে আমার কোনো সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে যেতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’

আরও পড়ুন:  চলচ্চিত্র বদলে যাওয়া বাংলাদেশকে তুলে ধরবে : তথ্যমন্ত্রী

শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। তবে এই আন্দোলনে নিহত হয়েছেন শতশত মানুষ। হাথুরুসিংহে তার সংবাদ সম্মেলনে স্মরণ করলেন তাদের কথাও, ‘(আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন সময় ছিল সেটি। আমার আশা, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। অভূতপূর্ব একটি ঘটনা এটি। আশা করি, দেশ আবারও স্বাভাবিক পরিস্থিতিতে আসবে।’

২০১৪ সালের জুনে নিউ সাউথ ওয়েলস থেকেই হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। তবে ২০১৭ সালের অক্টোবরে তিনি আচমকাই পদত্যাগ করেন। লংকান হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার বাংলাদেশ থেকে বিদায়ের কদিন পরই নিজ দেশের প্রধান কোচের দায়িত্ব নেন।

যদিও সেখানে শেষটা ভালো হয়নি তার। ২০১৯ সালে তাকে বরখাস্ত করা হয়। পরে ২০২০ সালে তিনি নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে আবার ফিরে যান। ২০২২ সালের শেষের দিকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়েন রাসেল ডোমিঙ্গো। এরপর গত বছরের শুরুতে আবারও কোচ করা হয় হাথুরুসিংহেকে। তিন ফরম্যাটের ক্রিকেটে দুই বছরের জন্য চুক্তি করা হয়েছে শ্রীলংকান সাবেক এই ক্রিকেটারের সঙ্গে।

আরও পড়ুন:  ভারত কেন বাংলাদেশের সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *