অস্ট্রেলিয়ায় ফাইনালে হারলেন আফিফ-তানজিদরা

বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে শিরোপার একদম কাছে গিয়েও হতাশ হতে হয়েছে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আফিফ হোসেন, তানজিদ হাসান তামিম এবং তাদের সতীর্থদের।

আজ রবিবার ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে অ্যাডিলেড স্ট্রাইকার্স ১৭০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। জবাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১৩৭ রানে অলআউট হয়, ফলে তারা রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

১৭০ রানের লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩২ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ ও জিশান আলম। ১৮ রান করে আউট হন জিশান। ইমন রান না পেলেও তানজিদের ব্যাটে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ৭৩ রান তুলে ফেলে ওই ২ উইকেট হারিয়েই। তবে এরপরই যেন আকস্মিক এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশ ইনিংস।

আরও পড়ুন:  শ্রমিক অধিকার রক্ষায় ইসলামের কঠোর নির্দেশনা

৭৩ রানে তানজিদের উইকেটের মাধ্যমে পতন শুরু বাংলাদেশের। ২৯ বলে ২টি চারও ১ ছক্কায় ৩৫ রান করেছেন তিনি। ৯২ রান তুলতেই ৭ উইকেটে হারিয়ে বসে বাংলাদেশ। উইকেটে সেট হওয়ার আগেই ফিরে যান অধিনায়ক আকবর আলী ও শামীম হোসেন। সাতে নেমে ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন মাহফুজুর রহমান রাব্বি। এরপর ব্যাটে আর কেউ চমক দেখাতে না পারলে নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতেই ১৩৭ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি।

এর আগে টম ও’কনেলের ব্যাটে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় অ্যাডিলেড। ৩৩ বলে ৫৩ রান করেন ও’কনেল। এছাড়া অধিনায়ক লিয়াম স্কটের ব্যাটে ৩০ (১৮ বলে) ও ছয়ে নামা রায়ান কিংয়ের ব্যাটে আসে ৩৫ (১৯ বলে) রান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সেমিফাইনালের ম্যাচসেরা রিপন মন্ডল। তবে ফাইনালে ৩৭ রান দিয়ে বেশ খরুচেই ছিলেন রিপন। রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি এবং আফিফ হোসেন ধ্রুব পান একটি করে উইকেট।

আরও পড়ুন:  হে অগ্রজ দিকপাল

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *