আমিরাতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। সেখানে থাকা যেসব অভিবাসীদের মেয়াদ শেষহয়ে গেছে, তাদের আগামী ১ সেপ্টেম্বর থেকে দু’মাসের জন্য এ ক্ষমা কার্যকর করা হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে অবস্থানকারী রেসিডেন্সি ভিসায় অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জরিমানা ব্যতীতই বৈধতা লাভের সুযোগ পাবেন। এই আইন আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন। অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবেন।

দেশটির ‘পরিচয়, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর সার্ভিস নির্বাহী কর্তৃপক্ষ’ (আইসিপি) এক বিবৃতিতে বলেছে, আইন অনুযায়ী রেসিডেন্সি আইন ভঙ্গকারীদের নতুন সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহানুভূতি এবং সহনশীলতার উপর যে আমিরাত নির্মিত এটি তারই প্রতিচ্ছবি। কীভাবে প্রক্রিয়া কাজ করবে সেটি পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন:  ডেভিড স্লেটন মিল বাংলাদেশে মার্কিন বিশেষ রাষ্ট্রদূত হিসেবে মনোনীত

আমিরাতে প্রচুর বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তাদের বেশিরভাগিই শ্রমিক ভিসায় কাজ করছেন। ২০২০-২১ সালে করোনা পরবর্তীসময়ে বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করে দিলে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এ সংখ্যা প্রায় কয়েক হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০১৮ সালের দেশটির সাধারণ ক্ষমা করা হলে ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন।

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *