কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় সরকারের নির্দেশনা না মানায় বাংলাদেশে বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটক। ইতোমধ্যে ফেসবুক ও টিকটককে চিঠি দিয়েছে সরকার। এই চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক-টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধই থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সারাদেশে দ্রুত ফোর-জি মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন প্রসঙ্গে এবং প্রবাসীদের বৈধপথে তাদের রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ (এমটব) এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আর প্রতিষ্ঠানগুলো সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করে উপস্থিত না হলে কিংবা তাদের জবাব সরকারের সন্তোষজনক না হলে বাংলাদেশে দীর্ঘময়োদে নিষেধাজ্ঞায়ও পড়তে পারে ফেসবুক-টিকটক। এখন পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিকানা প্রতিষ্ঠানগুলো কি করে তার ওপর।