আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে সরকার কোটা ব্যবস্থা সংস্কারের পক্ষে রয়েছে। আজ, ১৮ জুলাই, জাতীয় সংসদ ভবনের টানেলের নিচে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সরকার আলোচনা করতে প্রস্তুত এবং প্রয়োজনে আজই বসা হবে।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে সরকার স্বাগত জানায় এবং প্রধানমন্ত্রী তাকে ও শিক্ষামন্ত্রীকে এই দায়িত্ব দিয়েছেন। আন্দোলনকারীরা চাইলে তারা আজই আলোচনায় বসতে রাজি।

আনিসুল হক জানান, তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

তিনি বলেন, হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে আপিল বিভাগের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী রোববার এ শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:  ২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় ১৬তম বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *