ওমানের মাসকাটে ওয়াদিকবির ঘটে যাওয়া ঘটনায় আমাদের করনিয় নির্ধারণে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি এবং সাধারণ সম্পাদক এম এন আমিন জরুরী ভিত্তিতে দুপুরে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সাথে সাক্ষাৎ করে পরামর্শ গ্রহণ করেন।
এ সময় দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ও মিনিস্টার মিস মৌসুমী রহমান এবং এইচওসি থোইং এ উপস্থিত ছিলেন পরে যোগ দেন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল।
মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন আক্রমণকারী, আহত ও নিহত যারা এদের মধ্যে কোন বাংলাদেশী আছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি তারপরও পুরো বাংলাদেশ কমিউনিটিতে এটার একটি প্রভাব পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন এবং বাংলাদেশ কমিউনিটির সবাইকে সতর্ক থাকতে পরামর্শ প্রদান করেন।
ওমানে এই পরিস্থিতিতে বাংলাদেশ কমিউনিটির প্রতি দূতাবাসের ম্যাসেজ হচ্ছেঃ
- সবাই যাতে সতর্ক অবস্থায় থাকে।
- প্রশাসনের নির্দেশনা যাতে মেনে চলে।
- কেউ যাতে কোন সভা সমাবেশ না করে।
- কোথাও যেন একত্রিত হয়ে আড্ডা না দেয়।
- ঘটনার কোন অডিও ভিডিও ছবি যাতে কাউকে ফরওয়ার্ড না করে।
- এ ব্যাপারে যাতে গণমাধ্যমে কেউ কোন পোস্ট না দেয়।
- কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রোটোকল যাতে অনুসরণ করে এবং নিয়োগকর্তার সাথে পরামর্শ করে য়াতে পদক্ষেপ নেয়।
- সবসময় যাতে পরিচয় পত্র সাথে রাখেন।