অনন্ত-রাধিকা দম্পতি কবে বাবা-মা হবেন, অপেক্ষায় সালমান!

বলিউড সুপারস্টার সালমান খান নেচে-গেয়ে জমিয়ে রেখেছিলেন আম্বানির বিয়েবাড়ি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে তার উল্লাস ছিল চোখে পড়ার মতো। এবার অনন্ত-রাধিকা কবে বাবা-মা হবেন, সেই অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন সালমান। আর সেদিন তিনি তাদের সঙ্গে আবারও নাচবেন বলেও জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সালমান খান অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টেরর বিয়ের অনুষ্ঠানের পর সোমবার স্যোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত আম্বানি, আমি তোমাদের একে অপরের প্রতি এবং একে অপরের পরিবারের প্রতি যে ভালোবাসা রয়েছে তা দেখতে পাই। মহাবিশ্ব তোমাদের এক করেছে। প্রার্থনা করি তোমরা সুখে থেকো।’

তিনি আরও লিখেছেন, ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর তোমাদের সঙ্গে তখন নাচের অপেক্ষায় রইলাম, যখন তোমরা সবচেয়ে ভালো বাবা-মা হয়ে উঠবে।’

আরও পড়ুন:  মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে সাতপাঁকে বাঁধা পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *