ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক সন্তোষজনক, বললেন শিক্ষক নেতা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি মেনে নেয়া এবং ‘প্রত্যয়’ পেনশন স্কিম বাতিলের জন্য টানা আন্দোলন চলছিল। এই প্রেক্ষাপটে, শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুঁইয়া জানান যে, বৈঠকটি সন্তোষজনক ছিল। নিজামুল হক বলেন যে, কর্মবিরতি বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য সব পক্ষের সঙ্গে বৈঠকে বসা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ওবায়দুল কাদের শুধুমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, তিনি সরকারের মন্ত্রীও। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শিক্ষকদের নিয়ে বৈঠক করেছেন।

শনিবার সকাল ১১টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহিমসহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

আরও পড়ুন:  ‘যত টাকা লাগে দেব, আন্তর্জাতিক মানের শিক্ষায় বাংলাদেশ গড়বো’

অন্যদিকে, ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামসুন্নাহার চাঁপা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষক নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকটিকে তারা সন্তোষজনক বলে উল্লেখ করেন এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সর্বাত্মক কর্মবিরতির ফলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে পড়েছে।

আরও পড়ুন:  যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

গত ৪ জুন সকাল ১০টায় শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিত করা হয়। যদিও এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে এবং যেকোনো সময় বসা হবে।

অবশেষে, ১৩ জুলাই, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহিমসহ দশ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে, ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামসুন্নাহার চাঁপা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন:  ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

বৈঠক শেষে শিক্ষক নেতারা বৈঠককে সন্তোষজনক বলে উল্লেখ করেন এবং কর্মবিরতি বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *